প্রেস বিজ্ঞপ্তি:
ট্যুর অপারেটরস্ এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক) আয়োজিত ৩য় “কক্সবাজার পর্যটন পর্যালোচনা” অনুষ্ঠান ১৮ জুলাই স্থানীয় এক রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। কক্সবাজারে বিশ্বমানের পর্যটন বাস্তবায়নে করণীয় শীর্ষক পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনারারি কনসাল জেনারেল অব জাপান, মুহাম্মদ নুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্স ক্রিট লিঃ এর পরিচালক মোঃ নুরুল হক নুর, টুয়াক ফাউন্ডার চেয়ারম্যান এম এ হাসিব বাদল, সহ সভাপতি ইফতিকার চৌধুরী, সিনিয়র সদস্য তৌহিদুল ইসলাম তোহা। সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার কামাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন টুয়াক সাধারণ সম্পাদক আসাফ উদ্ দৌলা (আশেক) ও কোরআন থেকে তেলওয়াত করেন দপ্তর সম্পাদক শহিদুল্লাহ নাঈম।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সাংগঠনিক সম্পাদক ফারুক আজম, যুগ্ন সম্পাদক এস এ কাজল, পর্যটন বিষয়ক সম্পাদক মুকিম খানঁ, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ ইদ্রিস আলী, সদস্য নুরুল কবির পাশা পল্লব, সদস্য দৌলত আজিম ভুইয়া সুমন, কক্স ক্রিট লিঃ পরিচালক বেলাল আহম্মদ, মোঃ আবুল কাসেম, মোঃ ইরফান, মোঃ আবু তৈয়ব প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- পর্যটন শুধু ব্যবসা নয়, এটি একটি দেশের ভাবমূর্তি বিশ্বের কাছে তুলে ধরে। পর্যটন ব্যবসা অন্যান্য ব্যবসার চালিকাশক্তি হিসেবে কাজ করে। অপেশাদার কর্মি দ্বারা পর্যটক সেবা, পর্যটনকে হুমকিরমুখে ফেলতে পারে। তাই পর্যটনশিল্পকে এগিয়ে নিতে প্রশিক্ষিত কর্মির বিকল্প নাই। তিনি জাপানের সহযোগিতায় বিভিন্ন প্রশিক্ষন গ্রহনের সুযোগ-সুবিধার কথা তুলে ধরে টুয়াককে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পাশাপাশি কক্সবাজারের বিনোদন শূন্যতার কথা তুলে ধরেন এবং বিশ্ব পরিমন্ডলে তাহার অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
সভায় বিশ্ব পর্যটনের সাথে সামঞ্জস্য রেখে কক্সবাজারের পর্যটন বিকশিত করার জন্য বক্তরা বিভিন্ন মতামত উপস্থাপন করেন। কক্সবাজারকে বিশ্বের যে কোন একটি বহুল পরিচিত পর্যটন কেন্দ্রের আদলে গড়ে তোলার জন্য বক্তরা অভিমত ব্যক্ত করেন। যে কোন একটি দেশকে মডেল হিসেবে গ্রহন করে কক্সবাজারের পর্যটনকে লক্ষ্যস্থির করে অগ্রসর হবার পরামর্শ প্রদান করেন।