খালেদ হোসেন টাপু,রামুঃ
কক্সবাজারের রামু খাদ্য গুদাম এলাকা থেকে ছাদেক রেজা (৪৫) নামে ১ ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ইসলামপুর ইউনিয়নের উত্তর খাঁন ঘোনা এলাকার মৃত বদিউল আলমের ছেলে।
শুক্রবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় রামু উপজেলা পরিষদের পশ্চিমে খাদ্য গুদামের দেয়ালের পাশে মৃতদেহটি দেখতে পায় স্থানীয় জনতা। খবর পেয়ে রামু থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে। রাত সাড়ে ৮ টার দিকে স্বজনরা রামু থানায় এসে মৃত ব্যক্তিকে শনাক্ত করে।
রামু থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, মৃত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তবে কিভাবে তার মৃত্যু হলো তা উদঘাটনের চেষ্টা অব্যাহত রয়েছে।
এদিকে রাত সাড়ে আটটায় স্বজনরা রামুতে পৌঁছে মৃতদেহ দেখে কান্নায় ভেঙ্গে পড়েন। জানা গেছে, আগেরদিন (বৃহষ্পতিবার) থেকে ছাদেক রেজা স্বপরিবারে রামু বাইপাস সিটি পার্কে একটি মেয়ে অনুষ্ঠানে অংশগ্রহন করেন এবং উক্ত ক্লাব থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ যায় বলে পুলিশ ও নিকট আত্মীয়রা জানিয়েছেন।