নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ পুচনু পরিচালক পদে পদোন্নতি লাভ করেছেন। পদোন্নতি হওয়ার পর ডাঃ পুচনু’কে পরিচালক (স্বাস্থ্য) পদে সিলেটের বিভাগীয় স্বাস্থ্য অফিসে নিয়োগ দেয়া হয়েছে।
উল্লেখ্য, ডাঃ পুচনু কক্সবাজার মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ মায়েনু এর স্বামী।
ডাঃ পুচনু ইতিপূর্বে কক্সবাজারের সিভিল সার্জন, কক্সবাজার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার সহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলতার সাথে ইতিপূর্বে দায়িত্ব পালন করেন। ডাঃ পুচনু কক্সবাজার জেলা শাখা বি.এম.এ-এর নির্বাচিত সভাপতি।