শহিদুল ইসলাম:
১৭ বিজিবির আওতাধীন ঘুমধুম বিওপি সদস্যরা অভিযান চালিয়ে মিয়ানমারের ৬টি মহিষ জব্দ করেন। জব্দকৃত মহিষের আনুমানিক মূল্য ৩ লক্ষ সত্তর হাজার টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছেন। তবে এ সময় বিজিবির সদস্যরা কাউকে আটক করতে পারেনি।
ঘুমধুম বিওপির টহল কমান্ডার মোঃ রেজাউল ঠাকুর এর নেতৃত্বে একদল বিজিবি সদস্যরা ২১ জুন মঙ্গলবার রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বেতবুনিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব মহিষ জব্দ করেন। পরে মহিষ গুলো উখিয়াস্থ বালুখালী শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়।
কক্সবাজারস্থ বিজিবি সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন অফিসার) মোঃ আবুল খায়ের গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।