একেএম লিয়াকত আলীর টাইমলাইন থেকেঃ
কঙ্গোতে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আই.জি.পি. রৌশন আরা বেগম (ইন্নালিল্লাহে —রাজেউন)।
এই মহিয়সী নারী পুলিশ অফিসারের অধীনে আমার সর্বপ্রথম কাজ করার সৌভাগ্য হয় ১৯৯৭ সালে চট্রগ্রাম জেলায় – যখন তিনি অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন। দ্বিতীয় বার ২০০২ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কসোভোতে। স্যারের অত্যন্ত স্নেহভাজন ছিলাম – খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। অনেক স্মৃতি স্যারের সঙ্গে।
সদা হাস্যজ্জল, সঠিক সিদ্ধান্তে অটল, নেতৃত্বে কঠোর দৃঢ়তা ও নির্ভিক একজন অফিসার ছিলেন। তার অকাল মৃত্যুতে বাংলাদেশ পুলিশের অপূরনীয় ক্ষতি হল।
স্যারের শোকসম্ভ্যন্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। তার আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ যেন তাহাকে বেহেস্ত নসীব করেন। (আমিন)