প্রজ্ঞানন্দ ভিক্ষুঃ
উখিয়া উপজেলার পূর্ব রত্নাপালং বড়ুয়া পাড়া গ্রামের একই বাড়িতে বুধবার ২৫ সেপ্টেম্বর রাতে নৃশংস হত্যাকান্ডের শিকার চারজনের মৃতদেহের ময়নাতদন্ত শেষে স্থানীয় শশ্মানে সৎকার করা হয়েছে।
মৃতদেহ ৪ টির শুক্রবার ২৭ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২ টার দিকে ময়নাতদন্ত শেষ করে বেলা আড়াইটার দিকে পূর্বরত্না পালং বড়ুয়াপাড়ায় রোকন বড়ুয়ার বাড়িতে নিয়ে যাওয়া হয়।
এদিকে রোকন বড়ুয়ার বাড়ীতে ৪ জনের মৃতদেহ পৌঁছালে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। হাজার হাজার মানুষের আহাজারিতে সেখানকার আকাশ বাতাস ভারী হয়ে উঠে।
কুয়েত প্রবাসী রোকন বড়ুয়া শুক্রবার ২৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯ টায় বিমানযোগে কক্সবাজার পৌঁছেন। সেখান থেকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ৪ আপনজনের লাশ দেখতে মর্গে যান। সেখানে রোকন বড়ুয়ার জম্মদাতা মা সখী বড়ুয়া (৬৪), স্ত্রী মিলা বড়ুয়া (২৫), পুত্র রবিন বড়ুয়া (৫) ও ভাইঝি সনি বড়ুয়ার নিথর ও রক্তাক্ত মৃতদেহ দেখে নির্বাক হয়ে যান। রোকন বড়ুয়াকে বার বার মূর্ছা যেতে দেখা গেছে। তিনি বুক চাপড়িয়ে অনবরত বিলাপ করে যাচ্ছিলেন। এসময় স্বজনরা তাকে সান্তনা দিতে গিয়ে বার বার ব্যর্থ হচ্ছিলেন।
এদিকে বেলা ৩টার দিকে গ্রামের বিহারপ্রাঙ্গনে প্রয়াতদের স্মরণে এক অনিত্য সভা অনুষ্ঠিত হয়। রামু উপজেলার ফারিকুল বিবেকারাম বৌদ্ধ বিহারের পরিচালক বিজয় রক্ষিত মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনিত্য সভায় পূজনীয় ভিক্ষুসংঘ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ সহ হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।
অনিত্যসভা পরবর্তী বিকেল সাড়ে ৫ টার দিকে ৪ জনের মরদেহ স্থানীয় শশ্মানে সৎকার করা হয়েছে।