এম.এ আজিজ রাসেল:
কক্সবাজারে জঙ্গীবাদ ও সন্ত্রাস প্রতিরোধে যুবলীগের করনীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলামে জঙ্গীবাদ ও সন্ত্রাসের কোন স্থান নেই। যারা সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছেন তারা দেশের শত্রু, জাতির শত্রু। তাদের অপতৎপরতা প্রতিহত করতে যুবলীগের সকল স্থরের নেতা কর্মীদের সজাগ থাকতে হবে।
রবিবার (১৭ জুলাই) বিকাল ৪ টায় কক্সবাজার পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। যুবলীগ নেতা সৈয়দ মাহমুদুল হক বলেন, সাম্প্রতিক কালে দেশব্যাপী জঙ্গীবাদ ও সন্ত্রাসী তৎপরতা দেশের মানুষকে স্তম্ভিত করেছে। দেশের বর্তমান অবস্থায় যুবলীগের কর্মী হিসাবে আমাদেরকে নিরব দর্শক হলে চলবেনা।
শান্তির জনপদ বাংলাদেশের সমাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট করতে দেশ বিরোধী রাজনৈতিক অপশক্তি যখন মরিয়া সে মুহুর্তে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সবচেয়ে নির্ভরযোগ্য সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সকল স্থরের নেতা কর্মীদের এই অপশক্তির বিরুদ্ধে জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম পর্যায়ে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক আহবান জানান।
জেলা যুবলীগের সভাপতি মোঃ খোরশেদ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এডঃ সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহমদ চেীধুরী, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামীলীগ নেতা এডঃ ফরিদুল ইসলাম, এডঃ রনজিত দাশ, এডঃ ফরিদুল আলম, বাংলাদেশ আওয়ামী যুবলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক শহিদুল হক চৌধুরী (রাসেল), সহ সম্পাদক আহমেদ রুবাইয়াত ইফতেকার, কেন্দ্রীয় নেতা হানিফ মিয়া হৃদয়, শহিদুল হক রানা, গিয়াস উদ্দিন আজম।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মাহাবুুবুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সহ-সভাপতি এডঃ শহিদুল্লাহ চৌধুরী, জি.এম. আবুল কাশেম, সোহেল আহমদ বাহাদুর, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম, যুগ্ন-সম্পাদক মোঃ শহিদুল্লাহ, বাবুল ইসলাম বাহাদুর, সাংগঠনিক সম্পাদক জি.এম জাহিদ ইফতেখার, দপ্তর সম্পাদক নীতিশ বুড়য়া, আইন সম্পাদক এডঃ জিয়া উদ্দিন আহমদ, শ্রম ও জনশক্তি সহ-সম্পাদক পলক বড়ুয়া আপ্পু, পৌর যুবলীগের আহ্বায়ক শোয়েব ইফতেকার, যুগ্ন-আহ্বায়ক ডালিম বড়ুয়া, আসাদ উল্লাহ, উখিয়া উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, সদর উপজেলা যুবলীগের সভাপতি ইফতেখার উদ্দিন পুতু, সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকু, টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি মোঃ নুরুল আলম, টেকনাফ পৌর যুবলীগের সভাপতি ফজল কবির প্রমুখ।