এম.এ আজিজ রাসেল:
জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৬ এর বর্নাঢ্য উদ্বোধন হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বুধবার সকাল ১১ টায় উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আলী হোসেন ও সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা অমিতোষ সেন।
এতে বক্তারা বলেন “জল আছে যেখানে মাছ চাষ সেখানে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় এ বছরও (১৯ থেকে ২৫ জুলাই) সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। দুইদিকে বঙ্গোপসাগর বেষ্টিত উপকূলীয় কক্সবাজার জেলার সকল প্রাকৃতিক জলাশয় মৎস্য সম্পদের প্রাচুর্যে সমৃদ্ধ। এর পাশাপাশি সরকারি পৃষ্ঠপোষকতায় স্থানীয় জনগনের অংশগ্রহনে এ জেলায় চাষকৃত মৎস্য সম্পদের সমৃদ্ধি ঘটেছে।
জেলার উপকূলীয় এলাকায় আধুনিক পদ্ধতিতে বাগদা চিংড়ি চাষ করলে প্রতিবছর দশ হাজার কোটি টাকারও অধিক বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব উল্লেখ করে বক্তারা আরো বলেন, কক্সবাজারে এখন কাঁকড়া চাষেও এগিয়ে এসেছেন উদ্যোক্তা-চাষীরা। রপ্তানীযোগ্য বাণিজ্যিক কাঁকড়া চাষে অবদান রাখায় কক্সবাজারের উদ্যোক্তা অংছিন এ বছর স্বর্ণপদকে ভূষিত হয়েছেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ারুল নাসের, জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, একাধিকবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিংড়ি রপ্তানীকারক সালাহ উদ্দীন আহমদ সিআইপি, মহেশখালী পৌর মেয়র মকছুদ মিয়া, কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র নবাগত উপ সহকারী পরিচালক আবদুল মালেক, ১০ একর চিংড়ি প্রকল্প মালিক সমিতির সভাপতি মেহেরুজ্জামান ও টেকনাফ উপজেলা ভাইস চেয়ারম্যান রফিক উদ্দীন প্রমূখ।