প্রেস বিজ্ঞপ্তিঃ
কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সকল উপজেলা শাখা সমূহের সাথে কেন্দ্রের এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ নভেম্বর বিকাল ৩ টার সময় উক্ত সভা অনুষ্ঠিত হয়।
কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সভাপতি ভদন্ত প্রজ্ঞানন্দ ভিক্ষুর সভাপতিত্বে উক্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
পরিষদের সাংগঠনিক সম্পাদক বাবু বিপক বড়ুয়া বিটুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক শুভংকর বড়ুয়া, অর্থ সম্পাদক রাজু বড়ুয়া, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আশীষ বড়ুয়া, চকরিয়া উপজেলা শাখার সভাপতি শিক্ষক প্রিয়দা বড়ুয়া, উখিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক শুভংকর বড়ুয়া প্রমূখ।
সভায় রামু, সদর, উখিয়া, টেকনাফ, চকরিয়া, মহেশখালী এবং পেকুয়া উপজেলা শাখা সমূহের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। মূলত, সকল উপজেলা শাখা সমূহের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং অর্থ সম্পাদক বৃন্দের সাথে উক্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় আলোচনার নির্ধারিত বিষয়বস্ত সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
সবশেষে সভাপতি ভদন্ত প্রজ্ঞানন্দ ভিক্ষু দিকনির্দেশনা মূলক বক্তব্য রেখে সভার সমাপ্তি ঘোষণা করেন।