নিজস্ব প্রতিবেদক, রামুঃ
আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’র প্রতিষ্ঠাতা সদস্য রামু অফিসের চর নিবাসী মোহাম্মদ নাসির উদ্দিন বুচ্ছু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৯ জুলাই) সকাল ৭টার দিকে রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসের চর সিকদার পাড়াস্থ নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে তিন ভাই, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তিনি দীর্ঘ দিন দুরারোগ্য রোগে আক্রান্ত ছিলেন।
মরহুম মোহাম্মদ নাসির উদ্দিন বুচ্ছু রামু উপজেলার ফতেখাঁর কুল ইউনিয়নের অফিসের চর সিকদার পাড়া এলাকার মরহুম হাজী শামছুল ইসলামের (শামশু মিয়া) প্রথম ছেলে। আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’র হায়দার আলী সিকদার প্রজন্ম পুরুষ। মরহুম মেহের আলী বিএল এর নাতি ও রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট আবুল মনসুরের ভাইপো।
তিনি রামু-উখিয়ার প্রাচীন জনগোষ্ঠীর সংগঠন ‘আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’র একাদশ পুরুষ, ওই সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য এবং রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য ছিলেন।
সোমবার মাগরিবের নামাজের পর রামু ফতেখাঁরকুল সিকদার পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ (ইসলামীয়া এমদাদিয়া কাছেম উলুম মাদ্রাসা সংলগ্ন) মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। নামাজে জানাযায় ইমামতি করেন, মরহুমের ভাতিজা আ হ ম নুরুল কবির হিলালী।
নামাজে জানাযা পূর্বে মরহুমের জন্য দোয়া চেয়ে বক্তব্য রাখেন, মরুহুমের ছোট ভাই ফতেখাঁরকুল ইউনিয়নের সাবেক সদস্য কমরু উদ্দিন, রামু ইসলামীয়া এমদাদিয়া কাছেম উলুম মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা ওবাইদুল গফুর, কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আলী হায়দার।
নামাজে জানাযা শেষে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।