নিজস্ব প্রতিবেদক, রামু :
রামুতে শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে তারুণ্যের জয়ে সেমিফাইনালে উঠেছে, রামু যুব একাদশ। রবিবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় রামু ষ্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্ণামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনালে তারুণ্যে উদ্দীপ্ত রামু যুব একাদশের কাছে টাইব্রেকারে ৫-৩ গোলে হেরেছে ‘শহীদ ওসমান গণি স্মৃতি সংসদ, মহেশখালী’।
খেলায় ম্যান অবদ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন রামু যুব একাদশের আয়াত উল্লাহ (জার্সি নং ৯)। সেরা খেলোয়াড় আয়াত উল্লাহর হাতে ট্রফি তোলেন, অনুষ্ঠানের সভাপতি সাবেক কৃতিফুটবলার সাংবাদিক খালেদ শহীদ। সেরা খেলোয়াড় নির্বাচন করেন, সাবেক কৃতি ফুটবলার বিমল বড়ুয়া ও দেব প্রসাদ বড়ুয়া টিপু।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে, কক্সবাজার সদর-রামু আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এর প্রধান পৃষ্ঠপোষকতায় রামুতে অনুষ্ঠিত হচ্ছে, শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট।
রবিবার অনুষ্ঠিত তৃতীয় কোয়ার্টার ফাইনালের তারুণ্যময় উদ্দীপ্ত খেলায় উভয়দল ভালো খেলে দর্শকদের আনন্দ দিলেও নির্ধারিত সময়ে গোল শূন্যভাবে শেষ হয় খেলা। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। এতে ৫-৩ গোলে রামু যুব একাদশের কাছে পরাজিত হয় শহীদ ওসমান গণি স্মৃতি সংসদ, মহেশখালী।
খেলা পরিচালনায় কাশেম কুতুবি রেফারী, সুমন কান্তি দে, বোরহান উদ্দিন ও ওমর ফারুক মাসুম সহকারি রেফারীর দায়িত্ব পালন করেন।
শহীদ ওসমান গণি স্মৃতি সংসদ, মহেশখালী: ছোটন (গোলরক্ষক), সুজন (অধিনায়ক), আলমগীর, আশেক, রাসেল, শাহেদ, রাজীব, আরমান, খোকা, আরিফ, আবিদ। অতিরিক্ত খেলোয়াড়: জিয়া, সজিব, অমিত।
রামু যুব একাদশ: সাঈদি (গোলরক্ষক), রানা (অধিনায়ক), রাশেল, আরিফ, দূর্জয়, ঐক্যচিং, পোলাচিং, ইসনান, আয়াত উল্লাহ, শাওন, হানিফ।
অতিরিক্ত খেলোয়াড়: দিদার, আজাদ, রানা, নুরু, রিয়াজ।
হলুদ কার্ড: শহীদ ওসমান গণি স্মৃতি সংসদ, মহেশখালী: রাসেল, আরমান, আরিফ। রামু যুব একাদশ : রানা।
রামু শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেণ্ট পরিচালনা কমিটির সভাপতি ছিদ্দিক আহমদ, সাধারণ সম্পাদক সুপন বড়ুয়া শিপন জানান, করোনা মহামারির কারণে সরকার ঘোষিত সিদ্ধান্তের কারণে স্থগিত করা হয়েছিল, কোয়ার্টার ফাইনালের তৃতীয় ও চতুর্থ খেলা, সেমিফাইনাল ও ফাইনাল খেলা। দীর্ঘ সময় পরে আবারও রামুতে শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের স্থগিত রাখা খেলাগুলো পূনরায় শুরু হয়েছে।