খালেদ শহীদ, বদরখালী থেকে ফিরেঃ
চকরিয়ার বদরখালী চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের প্রতিদ্বনন্দিতাপূর্ণ খেলায় মগনামাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করেছে, রামু ফুটবল ট্রেনিং সেন্টার। রবিবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় রামু ফুটবল ট্রেনিং সেন্টার ২-০ গোলে পেকুয়ার মগনামা বিএমএনএ ট্রাস্ট এফসিকে হারিয়েছে। টুর্ণামেন্টের প্রথম রাউন্ডের পঞ্চম খেলায় জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করেছে রামু ফুটবল ট্রেনিং সেন্টার।
খেলায় অতিথির মঞ্চে উপস্থিত ছিলেন, বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নূরে হোছাইন আরিফ, রামু উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুবীর বড়ুয়া বুলু, রামু প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ, বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সম্পাদক নুরুল আমিন জনি সহ চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।
খেলার নির্ধারিত সময়ের প্রথমার্ধের ১৯ মিনিটে রামু ফুটবল ট্রেনিং সেন্টারের অধিনায়ক দিদারের দর্শনীয় সট প্রতিহত করে দেয়, প্রতিপক্ষের গোলরক্ষক আরমান। ২৭ মিনিটে দিদারের আরও একটি সট গোলপোস্টে লেগে, বল বাইরে চলে যায়। উভয় দল আক্রমণ পাল্টা আক্রমণে খেলেও প্রথমার্ধের খেলা গোল শূন্যভাবে শেষ হয়।
দ্বিতীয়ার্ধে আক্রমণের পর আক্রমণ চালিয়ে প্রতিপক্ষ মগনামা বিএমএনএ ট্রাস্ট এফসিকে কোনঠাসা করে ফেলে রামু ফুটবল ট্রেনিং সেন্টারের খেলোয়াড়রা। দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে প্রতিহত করে দর্শনীয় সটে গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেয়, রামু ফুটবল ট্রেনিং সেন্টারের অধিনায়ক দিদার। দ্বিতীয়ার্ধের ২৪ মিনিটে অধিনায়ক দিদারের পাশ থেকে বল পেয়ে ডিফেন্ডার ও গোলরক্ষক উভয়কে প্রতিহত করে আরও একটি গোল করে, রামু ফুটবল ট্রেনিং সেন্টারের স্ট্রাইকার পারভেজ। এতে ২-০ গোলে নিশ্চিত জয়ের পথে এগিয়ে যায়, রামু ফুটবল ট্রেনিং সেন্টার।
দুটো গোল নিজেদের গোলপোস্টে প্রবেশ করায়, গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে পেকুয়ার মগনামা বিএমএনএ ট্রাস্ট এফসি। নির্ধারিত সময়ের শেষ বাঁশি পর্যন্ত আক্রমণাত্মক খেলা খেলেও গোল করতে ব্যর্থ হয় মগনামা। এ খেলায় বিজয় নিয়ে কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্য দল হিসেবে জানান দিয়ে, মাঠ ছাড়ে রামু ফুটবল ট্রেনিং সেন্টার।
খেলা পরিচালনায় মো. সাইফুল্লাহ মনির রেফারী, ছাইদুল হক ও নাফিজ সরকার সহকারি রেফারীর দায়িত্ব পালন করেন।
রামু ফুটবল ট্রেনিং সেন্টার:
দিদারুল আলম দিদার (অধিনায়ক), সাইফুল (গোলরক্ষক), রিদোয়ান, জমির, ফাহিম, রানা, মহসিন, নুরুল কবির, শাহীন, শিবু, পারভেজ। অতিরিক্ত খেলোয়াড় ছিলেন, সুফল বড়ুয়া আব্বু, মানিক, ইসমাইল, জসিম, তাছিব, আবছার, চাঁদ, বুলবুল, ইরফান।
মগনামা বিএমএনএ ট্রাস্ট এফসি:
আইয়ুব (অধিনায়ক), আরমান (গোলরক্ষক), আলমগীর, হৃদয়, ফারুক, ওপেল, রাজিব, আনন্দ, শাহরিয়ার, মেজবাহ, রিপন । অতিরিক্ত খেলোয়াড়: রিফাত, রাফি, সাজ্জাদ।