নিজস্ব প্রতিবেদক, রামুঃ
চকরিয়ার বদরখালী চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের প্রতিদ্বনন্দিতাপূর্ণ খেলায় টাইব্রেকারে কোনাখালীকে হারিয়ে সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে, রামু ফুটবল ট্রেনিং সেন্টার। মঙ্গলবার (১৫ মার্চ) বিকাল সাড়ে ৪টায় বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় রামু ফুটবল ট্রেনিং সেন্টার টাইব্রেকারে ৪-৩ গোলে কোনাখালী খেলোয়াড় সমিতিকে পরাজিত করে। মঙ্গলবার কোয়ার্টার ফাইনাল খেলায় জয় পেয়ে সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে রামু ফুটবল ট্রেনিং সেন্টার।
নির্ধারিত সময়ে চারজন বিদেশী খেলোয়াড় নিয়ে গঠিত কোনাখালী খেলোয়াড় সমিতি প্রতিপক্ষকে ঘায়েল করতে তীব্র আক্রমনে পর আক্রমন চালায়। কোনাখালী খেলোয়াড় সমিতির আক্রমনকে প্রতিহত করে, পাল্টা আক্রমনে প্রতিরোধ গড়ে তোলে নবীন খেলোয়াড় নিয়ে গঠিত রামু ফুটবল ট্রেনিং সেন্টার। আক্রমন প্রতিআক্রমনে খেলেও নির্ধারিত সময়ে কোন দল গোলের সুযোগ পায়নি। ফলে গড়ায় ভাগ্য নির্ধারনের টাইব্রেকারে। রামু ফুটবল ট্রেনিং সেন্টার টাইব্রেকারে ৪-৩ গোলে কোনাখালী খেলোয়াড় সমিতিকে পরাজিত করে বিজয় ছিনিয়ে নেয়। এ খেলায় বিজয় নিয়ে সেমিফাইনালে খেলার যোগ্য দল হিসেবে জানান দিয়ে, মাঠ ছাড়ে রামু ফুটবল ট্রেনিং সেন্টার।
খেলা পরিচালনায় বিটুরাজ বড়ুয়া রেফারীর দায়িত্ব পালন করেন।
রামু ফুটবল ট্রেনিং সেন্টার: দিদারুল আলম দিদার (অধিনায়ক), সাইফুল (গোলরক্ষক), রিদোয়ান, জমির, ফাহিম, রানা, মালেক, নুরুল কবির, শাহীন, শিবু, পারভেজ।
অতিরিক্ত খেলোয়াড়: মানিক, ইসমাইল, জসিম, নুরুল আবছার, তানজিল আলম চাঁদ, বুলবুল।
কোনাখালী খেলোয়াড় সমিতি: সালাহ উদ্দিন (অধিনায়ক), শামিম (গোলরক্ষক), রফিক, বেনজির, রাপো, বিল্লাহ, সামসি, কেছি, আরিফ-১, হাবিবউল্লাহ, আরিফ-২ ।
অতিরিক্ত খেলোয়াড়: বেলাল, বিজয়, খোরশেদ, ইয়াছিন, ইকতেয়ার।