রামু প্রতিনিধি :
আওয়ামী মৎস্যজীবিলীগ রামু উপজেলা শাখার বর্ধিত সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) বিকালে রামু এভারেস্ট টিচিং ইন্সটিটিউট মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন- আওয়ামী মৎস্যজীবি লীগ কক্সবাজার জেলা শাখার আহবায়ক মাস্টার আবদুর রহিম। বিশেষ অতিথি ছিলেন- জেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ তৈয়ব উল্লাহ, যুগ্ন আহবায়ক আমান উল্লাহ আমান।
আওয়ামী মৎস্যজীবিলীগ রামু উপজেলা শাখার সভাপতি সুজস বড়ুয়া টাপুর সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক রাশেদুল হক বাবুর সঞ্চালনায় বর্ধিত সভা ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন- রামু উপজেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুল কবির, সহ সভাপতি আলহাজ্ব মো. শাহ আলম, তাহের মিয়া, হাবিব উল্লাহ, দুদু মিয়া, মৎস্যজীবিলীগ নেতা নজিবুল আলম, কলিম উল্লাহ, ছলিম উল্লাহ, ডা. শ্যামল, জিকু বড়ুয়া, কংকেশ বড়ুয়া, উপশম বড়ুয়া, মো. রফিকুল ইসলামসহ উপজেলার ১১টি ইউনিয়নের মৎস্যজীবী লীগের তৃণমূল নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন- বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নশীল ও সমৃদ্ধশালী দেশের মর্যাদা লাভ করেছে। দূর্নীতি ও শোষণমুক্ত দেশ গড়ার এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে মৎস্যজীবি লীগের প্রতিটি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলের হাতকে শক্তিশালী করতে হবে।