প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজারের রামুর প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান জোয়ারিয়ানালা এইচ.এম সাঁচি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী’২২ এর বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার (১৬ জুন) সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম আজিজুল হক সিকদার সভাপতিত্ব করেন। বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন,রামু প্রেস ক্লাবের সভাপতি, বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য ও সাবেক সভাপতি নীতিশ বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন পরিচালনা কমিটির অভিভাবক সদস্য নুরুল হক মেম্বার।
সভায় বক্তারা বলেন, সুশিক্ষা অর্জনের মাধ্যমে মানুষের মতো মানুষ হতে হলে জীবনের লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। মনে রাখতে হবে, মানুষ হতে হলে সুশিক্ষার কোন বিকল্প নাই। সুশিক্ষা জীবনের সাফল্য ও ভবিষ্যৎ কর্মজীবন সুন্দর করে।
শুরুতে সহকারী শিক্ষক মোঃ আতিকুর রহমান সজীব এর কোরআন তেলওয়াতের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মঙ্গল কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জোয়ারিয়ানালা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা সাঈদ আব্বাস খতমে কোরআন ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন।
সিনিয়র সহকারি শিক্ষক মো. নাছির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আয়োজনে বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ তালিব উল্লাহ সিদ্দীকি, সিনিয়র শিক্ষক মোঃ নুরুল হুদা, ফরিদুল আলম, ইসমত জাহান ডালিয়া, রোকসানা আক্তার, সহকারি শিক্ষক সাজেদা বেগম, বাবুল কুমার শর্মা, শাহাদাত হোছাইন, মিজানুর রহমান, আবুল হোসেন, দানু মিয়া প্রমুখ শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।