চকরিয়া প্রতিনিধি
আমাদের রামু ডটকম:
কক্সবাজারের চকরিয়ায় গাছ থেকে পড়ে মোহাম্মদ আনিস (৩৪) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। ২৮ ফেব্রুয়ারি রোববার সকালে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভিলেজারপাড়ায় এ ঘটনা ঘটে।
আনিস ওই গ্রামের আবদুল করিমের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, রোববার সকাল সাড়ে নয়টার দিকে লাকড়ি সংগ্রহ করতে আনিস বাড়ির উঠানে একটি ইউক্লিপটাস গাছে ওঠেন। ওই সময় গাছের একটি ডাল ভেঙ্গে তিনি মাটিতে পড়ে যান। প্রতিবেশী লোকজনের সহায়তায় তাৎক্ষনিক পরিবারের সদস্যরা তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে নেয়ার পূর্বেই আনিস মৃত্যুর কোলে ঢলে পড়েন।