সোয়েব সাঈদ, বিশেষ প্রতিবেদক
আমাদের রামু ডটকম:
রামুর ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ৯টি পদে প্রার্থীরা সকলেই বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচিতরা হলেন, দাতা সদস্য আলহাজ্ব ফরিদুল আলম চৌধুরী, অভিভাবক সদস্য তপন মল্লিক, দর্পণ বড়ুয়া, রমজান আলী ও সুরজিত বড়ুয়া ক্যালসন, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য নিলীমা বড়ুয়া, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ শহীদুল্লাহ, মৌলানা বখতেয়ার আহমদ ও সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি নাজনীন আক্তার।
প্রিজাইডিং অফিসার ও রামু উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু মাসুদ সিদ্দিকী স্বাক্ষরিত ফলাফল বিবরণীতে এ তথ্য জানা গেছে।
গত ২৯ ফেব্রুয়ারি এ নির্বাচনে ভোট গ্রহনের দিন ছিলো। কিন্তু প্রতিদ্বন্ধি না থাকায় সকলেই বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচনে জয়লাভ করেন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু মাসুদ সিদ্দিকী।
এছাড়া পদাধিকার বলে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সচিব হয়েছেন প্রধান শিক্ষক মফিজুল ইসলাম।
এদিকে রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য নির্বাচিত হওয়ায় রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি, বিশিষ্ট ছড়াকার দর্পণ বড়ুয়াকে অভিনন্দন জানিয়েছেন, রামু প্রেস ক্লাব ও রামু রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ।