চকরিয়া নিজস্ব প্রতিনিধি
আমাদের রামু ডটকম:
কক্সবাজারের চকরিয়া কলেজের অধ্যক্ষের কক্ষ ও কম্পিউটার ল্যাবে রাতের আঁধারে নাশকতাকারীদের গ্রেপ্তার এবং কলেজ সরকারিকরণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। ২৯ ফেব্রুয়ারি সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের কলেজ পয়েন্টে দাঁড়িয়ে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধন শেষে কলেজের অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক একেএম শাহাব উদ্দিনের পরিচালনায় বক্তব্য দেন অধ্যাপক শামশুল হুদা, অধ্যাপক পদ্মলোচন বড়ুয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী, কলেজ ছাত্রলীগের সভাপতি তোয়াছিন আনোয়ার জিহান, সাধারণ সম্পাদক মুবিনুল হক প্রমুখ।
বক্তারা বলেন, ২৪ ফেব্রুয়ারি রাতের আঁধারে কলেজের অধ্যক্ষের কক্ষ ও কম্পিউটার ল্যাবের দরজা ভেঙে তান্ডব চালিয়ে গুরুত্বপূর্ণ কাগজ নষ্ঠ ও সরিয়ে ফেলেছে দুর্বৃত্তরা।
এতে প্রতিষ্ঠানটি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই নাশকতাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
বক্তারা আরও বলেন, সরকারিকরণের জন্য সম্প্রতি দেশের ৩২৫টি কলেজকে তালিকাভুক্ত করা হয়েছে। ওই তালিকায় জেলার চারটি কলেজ তালিকাভুক্ত হলেও ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত চকরিয়া কলেজকে ‘রহস্যজনক’ কারণে তালিকাভুক্ত করা হয়নি। দ্রুত জেলার প্রাচীন এই কলেজকে সরকারিকরণের দাবি জাননো হয়।