শহিদুল ইসলাম, উখিয়া।
কক্সবাজারের উখিয়া রেঞ্জের আওতাধীন থাইংখালী বন বিট এলাকায় অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা গুটিয়ে দিয়েছে বন বিভাগ।
এ সময় বন বিভাগ ২ জনকে আটক করে থানায় সোপর্দ করে। থাইংখালী বন বিট কর্মকর্তা মোঃ আবদুল মন্নান বলেন, ১ মার্চ মঙ্গলবার দুপুরে মোছার খোলা নামক এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। সরকারি কাজে বাঁধা দেওয়ায় এসময় ২ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন পালংখালী ইউনিয়নের মোছার খোলা এলাকার মৃত রমজান আলীর ছেলে রশিদ আহাম্মদ (৪৫) ও একই এলাকার সোনা মিয়ার মেয়ে কহিনুর বেগম (২৭)।
আটককৃতদের মঙ্গলবার বিকেলে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটের আদালতে হাজির করা হলে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।