নিজস্ব প্রতিবেদক, চকরিয়া।
চকরিয়া উপজেলার মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে ১ মার্চ বিকেলে ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয় মাঠে কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সংবর্ধনা সভায় বক্তারা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে বাংলাদেশ এখন একটি স্বনির্ভর রাষ্ট্রে পরিণত হয়েছে। দেশ যখন সামনের দিকে এগিয়ে যায়, তখনই স্বাধীনতা বিরোধী চক্র আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করে সরকারের সফলতা ও উন্নয়ন কাজে বাঁধা দেয়। কিন্তু বাংলার গনমানুষের সাহসের ঠিকানা জননেত্রী শেখ হাসিনা বিরোধী জোটের সকল ধরণের অপতপরতা রুখে দিয়ে দেশকে শান্তি ও সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। তৃনমুলে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা মাঠে থাকলে বিএনপি জামাত জোট কোনদিন তাদের সেই স্বপ্ন পুরণ করতে পারবে না।
বক্তারা বলেন, আওয়ামীলীগের রাজনীতি হচ্ছে দেশকে এগিয়ে নেয়ার রাজনীতি, দেশকে কিছু দেয়ার রাজনীতি। তাই এই দেশে মৌলবাদ ও জঙ্গিবাদের ঠাঁই হবেনা।
আগামী দিনে চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার মাটি আওয়ামীলীগের ঘাটি হিসেবে রুপান্তর করতে অনুষ্টিতব্য পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভেদাভেদ ভুলে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে।
মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী বাবুলার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহসিন বাবুলের সঞ্চালনায় অনুষ্টিত সংর্বধনা সভায় বক্তব্য রাখেন সংবর্ধিত অথিতি জেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল মোস্তফা চৌধুরী ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ সিআইপি, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন, মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী কানিজ ফাতেমা মোস্তাক, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম, কেন্দ্রীয় কৃষকলীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম, জেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক মুকুল, জেলা আওয়ামীলীগ নেতা লায়ন কমরুদ্দিন আহমদ, চকরিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বুলবুল, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, বরইতলী ইউপি চেয়ারম্যান এটিএম জিয়াউদ্দিন চৌধুরী, চকরিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী মো: আলমগীর, চকরিয়া কলেজের অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ফজলুল করিম সাঈদী, পৌরসভা আ.লীগের সহসভাপতি মো.ওয়ালিদ মিলটন, জেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি শহিদ উল্লাহ চৌধুরী, পেকুয়া মহিলা আওয়ামীলীগের সভানেত্রী উম্মে কুলছুম মিনু, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারী।
সংর্বধনা অনুষ্টানে অংশ গ্রহন করেন চকরিয়া উপজেলা কৃষকলীগের সভাপতি ও চিরিঙ্গা ইউপি চেয়ারম্যান আলহাজ জসিম উদ্দিন, পশ্চিম বড় ভেওলা ইউপি চেয়ারম্যান আলহাজ সাহাব উদ্দিন, বিএমচর ইউপি চেয়ারম্যান বদিউল আলম, বদরখালী ইউপি চেয়ারম্যান নুরে হোছাইন আরিফ, পুর্ববড় ভেওলা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল, কোণাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার, ঢেমুশিয়া ইউপি চেয়ারম্যান রোস্তম আলী, আওয়ামীলীগ নেতা মাঈন উদ্দিন চৌধুরী, মশিউর রহমান বাদল, আবুল কালাম আজাদ, নুরুল ইসলাম, মোক্তার আহমদ, বদরখালী ইউপির সাবেক চেয়ারম্যান ও দলীয় মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আলী, বর্তমান প্যানেল চেয়ারম্যান খাইরুল বশর, জাফর আলম, চকরিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মিছবাউল হক, বদরখালী আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন টিটু, পশ্চিম বড় ভেওলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহনেওয়াজ তালুকদার, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, পুর্ববড় ভেওলা আওয়ামীলীগের সভাপতি গোলাম কাদের সওদাগর, সাধারণ সম্পাদক আশরাফ হোছাইন আশু, সাহারবিল ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আবদুল কাদের, মাতামুহুরী আওয়ামীলীগ নেতা সিরাজুল হক ড্রাইভার, আলী হোসেন, উপজেলা কৃষকলীগের সভাপতি মো: হাসান আলী, সাধারণ সম্পাদক ফজল কাদের, উপজেলা যুবলীগের আহবায়ক আনছারুল করিম, সিনিয়র যুগ্ম আহবায়ক কাইছারুল হক বাচ্ছু, জেলা মৎস্যজীবীলীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল দরবেশী, চকরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মিঠু, জেলা ছাত্রলীগের সহসভাপতি ও মাতামুহুরী উপজেলা ছাত্রলীগের আহবায়ক রবিউল এহছান লিটন, পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন যুবলীগের সভাপতি জুনাইদুল হক মানিক, সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন প্রমুখ।
এর আগে উপজেলার সাত ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী নানা রঙ্গের ব্যানার পেষ্টুন ও বাধ্য যন্ত্রের তালে তালে মিছিলে মিছিলে সংবর্ধনা অনুষ্টানে উপস্থিত হন।
ওইসময় জমিলা বেগম উচ্চ বিদ্যালয় মাঠ লোকে লোকারণ্য হয়ে উঠে।
সংবর্ধনা অনুষ্টানে বদরখালী ইউপি চেয়ারম্যান নুরে হোছাইন আরিফ, প্যানেল চেয়ারম্যান খাইরুল বশর ও পশ্চিম বড় ভেওলা ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন সংবর্ধিত অতিথিদের হাতে নৌকা প্রতীক তুলে দেন।