১১ ইউনিয়নের নির্বাচনে তৃণমুল ভোটে চেয়ারম্যান পদে প্রার্থী বাছাইয়ের সিদ্বান্ত গৃহিত
নিজস্ব প্রতিবেদক, চকরিয়া।
চকরিয়া উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী বাছাই করার লক্ষ্যে ২ মার্চ বুধবার উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে।
ডুলাহাজারা বনবিভাগের ডাকবাংলোতে অনুষ্টিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাফর আলম। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় বর্ধিত সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক ত্রান ও সমাজ কল্যান সম্পাদক মো.নুরুল আবছারসহ উপজেলা আওয়ামীলীগের দায়িত্বশীল সকল নেতৃবৃন্দ।
চকরিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম জানিয়েছেন, অনুষ্টিত বর্ধিত সভায় সকলের মতামতের ভিত্তিতে সিদ্বান্ত নেওয়া হয়েছে আগামী শুক্রবার ও শনিবার উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী বাছাইয়ের।
শুক্রবার চকরিয়া কলেজ মাঠে অনুষ্টিত হবে প্রথম বাছাই প্রক্রিয়া। ওইদিন উপজেলার বরইতলী, হারবাং, কৈয়ারবিল, লক্ষ্যারচর, কাকারা ও সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের প্রার্থী বাছাই হবে।
পরদিন শনিবার ফাসিয়াখালী রসিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্টিত হবে দ্বিতীয় বাছাই কার্যক্রম।
ওইদিন উপজেলার ফাসিয়াখালী, ডুলাহাজারা, বমুবিলছড়ি, চিরিঙ্গা ও খুটাখালী ইউনিয়নের প্রার্থী বাছাই হবে।
তিনি বলেন, উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় সিদ্বান্ত নেওয়া হয়েছে, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ইউনিয়ন কমিটির ৬৫জন ও প্রত্যেক ইউনিয়নের নয়টি ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদক ১৮জন ওইদিন কাউন্সিলর হিসেবে ভোট দেবেন প্রার্থী বাছাইয়ের জন্য।
এছাড়াও সংশ্লিষ্ট ইউনিয়নের বাসিন্দা উপজেলা আওয়ামীলীগের কমিটিতে রয়েছে তাঁরাও ওইদিন সম্মেলনে কাউন্সিলর হবেন।