হাফিজুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার
আমাদের রামু ডটকম :
নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের একটি বসতবাড়িতে চুরির ঘটনা ঘটিয়েছে সংঘবদ্ধ চুরের দল।
গত ৩ মার্চ বৃহস্পতিবার গভীর রাতে তারা এ ঘটনা ঘটান।
বাড়ির মালিক ওই এলাকার মৃত জলিল মাষ্টারের ছেলে শহিদুল্লাহ। তার মেয়ে সেলিনা আক্তার জানান, বাবা-মা একটি জরুরী কাজে ঢাকায় অবস্থান করছিল। এরই মধ্যে সুযোগ বুঝে রাতের আঁধারে বাড়ির চাঁদের কাঠ ভেঙে চুরের দল নগদ ৫৫ হাজার টাকা, দুটি টেলিভিশন, ৩৫টি দামি শাঁড়িসহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করেছে।
খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় ঘটাস্থল পরিদর্শন করেছেন নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) এ এইচ এম তৌহিদ কবির, সাপ্তাহিক পার্বত্য বাণীর ভারপ্রাপ্ত সম্পাদক আকতার কামাল, প্রকাশক সনজিদা আক্তার রুনা প্রমূখ।
থানার পুলিশ পরিদর্শক এ এইচ এম তৌহিদ কবির আমাদের রামুকে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।