এম.এ মান্নান,কুতুবদিয়া প্রতিনিধি
আমাদের রামু ডটকম:
কুতুবদিয়ায় ২২ মার্চ অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে সাধারণ সদস্য পদে ৫ নারী প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
মহিলাদের জন্য সংরক্ষিত প্রতি ইউনিয়নে ৩টি করে পদ থাকলেও এবার বিশেষ করে পুরুষদের জন্য বরাদ্ধের সাধারণ সদস্য পদে ভাগ বসিয়েছেন এই সাহসী ৫ নারী।
উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, দক্ষিণ ধুরুং ইউনিয়নে ৪ নং ওয়ার্ডে সাজেদা বেগম কুতুবী (ক্রিকেট ব্যাট) আরো ৪ পুরুষ প্রার্থীর সাথে ভোট যুদ্ধে নেমেছেন।
কৈয়ারবিল ইউনিয়নে ৮ নং ওয়ার্ডে ইছমত আরা ৪ পুরুষ প্রার্থীর বিরুদ্ধে আপেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন।
বড়ঘোপ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে তালা প্রতীক নিয়ে নীলুফা জান্নাত আরো ৩ পুরুষ প্রার্থীর মোকাবেলা করবেন তিনি।
আলী আকবর ডেইল ইউনিয়নে ১ নং ওয়ার্ডে শামীমা আক্তার (তালা) মার্কা নিয়ে ও ৬ নং ওয়ার্ডে সৈকত জাহান মুন্নী আপেল মার্কা নিয়ে ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন।
এখানে প্রথম জন আরো ২ জন এবং শেষের নারী প্রার্থী আরো ৩ জনের সাথে প্রতিদ্বন্ধিতায় জোড় প্রচারণায় নেমেছেন।
এই ৫ নারী ১৬ পুরুষ প্রার্থীকে হারিয়ে “নারীরাও পারে” এমনটি দেখিয়ে দেয়ার জন্য ভোটারদের অপেক্ষা তো করতেই হচ্ছে।