নিজস্ব প্রতিবেদক, চকরিয়া
আমাদের রামু ডটকম:
পেকুয়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একই ওয়ার্ডে এবার আপন দু’বোন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
পেকুয়া সদর ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা মেম্বার পদে তারা প্রার্থী হয়েছেন। তারা হলেন সদর ইউনিয়নের ফেরদৌস জাহান ফরিদা ও তার ছোট বোন বুলবুল জান্নাত।
ফেরদৌস জাহান ফরিদা বর্তমানে ১, ২ ও ৩ নং ওয়ার্ড়ের সংরক্ষিত আসনের মহিলা সদস্য। তারা দু’জনেই সাবেক মেম্বার মৃত.তৈয়ম গোলালের মেয়ে।
এদিকে একই পরিবারের আপন দু’বোন প্রার্থী হওয়ায় ভোটারদের মধ্যে চুল ছেড়া বিশ্লেষণ চলছে। ফরিদা বিএনপি সমর্থিত প্রার্থী। অপর বোন বুলবুল জান্নাত নাগরিক কমিটির ব্যানারে প্রার্থী হয়েছেন। শাহনাজ নুরী নামে আরো একজন বিএনপি সর্মর্থিত প্রার্থী একই আসন থেকে প্রার্থী হয়েছেন।
জানাগেছে কিছু দিন আগে বুলবুল জান্নাতের স্বামী আ’লীগ নেতা নুরুল হোসাইন মৃত্যু বরণ করেন। মাঠ পর্যায়ে দেখা যায়, বর্তমান মেম্বার ফেরদৌস জাহান ফরিদার চেয়ে তার ছোট বোন বুলবুল জান্নাতের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া।
অনিয়ম-দুর্নীতিসহ নানা অপকর্মে সাধারণ জনগণ বর্তমান মেম্বার ফেরদৌস জাহানের বিপক্ষে অবস্থান করবে এমন গুঞ্জন সাধারণ ভোটারদের মুখে মুখে।
কয়েকজন ভোটার নাম প্রকাশ না করার শর্তে জানান আমরা পরিবর্তন চাই। আশা করি সাধারণ জনগণ দুর্নীতিবাজ প্রার্থীর বিপক্ষে অবস্থান করবে। অপরদিকে উপজেলার টইটং ইউনিয়নেও আপন ভাই-বোন এবারও মেম্বার পদপ্রার্থী হয়েছেন।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, গত ২ মার্চ ছিল মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন। ওই দিন টইটং ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার পদে এস, এম আবুল কাসেম ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে তার বোন রুজিনা আক্তার এবারও প্রার্থী হয়েছেন। তারা দুইজনেই ভাই বোন।
বিগত ইউপি নির্বাচনেও তারা দু’জনে প্রতিদ্বন্দিতা করে বিজয়ী হয়েছিলেন।