স্টাফ রিপোর্টার
আমাদের রামু ডটকম :
রামুর গর্জনিয়া বিদ্যাপীঠে দিনব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৬ আরম্ভ হয়েছে।
আজ রোববার সকাল ১০টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরী।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুষ্ঠু ও সুন্দর জাতি গঠনের জন্য ক্রীড়া চর্চার বিকল্প নেই। তাই শিক্ষার্থীদেরকে অধ্যাবসায়ের পাশাপাশি ক্রীড়া চর্চা করতে হবে। আগামীতে দেশ পরিচালনার জন্য তিনি শিশু শিক্ষার্থীদেরকে সৎ যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গর্জনিয়া উচ্চবিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক কায়সার জাহান চৌধুরী, সিনিয়র শিক্ষক আহমদ শাহ বাবুল, সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী, গর্জনিয়া বিদ্যাপীঠের শিক্ষক আবদুল্লাহ আল মামুন, আবু তৈয়ব, ফাতেমা আক্তার রিনা, শিল্পি রাণী শর্মা, তসলিমা আক্তার, ছাত্রনেতা মোহাম্মদ শহিদুল্লাহ প্রমূখ।