নঈম আল ইস্পাহান
রিপোর্টার:আমাদের রামু।
তেচ্ছিপুল টু লম্বরীপাড়া রাস্তায় ভয়াবহ ধুলাবালি সমস্যার সম্মুখীন এলাকাবাসী ও ওই রাস্তায় যাতায়াতকারী রাজারকুল ও পাশ্ববর্তী এলাকার মানুষজন।এই রাস্তা দিয়ে চারটি ইট ভাঁটার পিকআপ সারাদিন যাতায়াত করে।একদিকে রাস্তার খুব করুন অবস্থা।অপর দিকে সারাদিন পিকআপ চলাচলের কারণে উড়তে থাকা ধুলাবালি এই এলাকার নিত্যসঙ্গীতে রুপ নিয়েছে।এই পথটি দিয়ে যাওয়ার সময় মুখে মাস্ক পরে যাওয়া ছাড়া উপায় নেই।এক কথায় এটি যেনো একটি রাস্তা না,রাস্তা নামের মৃত্যুপুরী!
এ বিষয়ে এলাকাবাসীর বিভিন্ন অভিযোগ অনেক আগে থেকেই।তাদের দাবি ছিল,ইট ভাঁটার মালিকরা ব্যবসা করুক ভালো কথা।কিন্তু প্রতিদিন রাস্তায় পানি দিতে হবে।
যেন,ধুলাবালি উড়তে না পারে।শুরুর দিকে চারটি ইট ভাঁটার মালিকগণ মিলে মিশে পানি দিতো।যার স্থায়ীত্ব সর্বোচ্ছ এক ঘন্টা।
সম্প্রতি ইট ভাঁটা গুলো রাস্তায় পানি দেয়া একদম বন্ধ করে দেয়।যা এলাকাবাসীর জীবন নরক বানিয়ে ফেলেছে।
এবং এই রাস্তায় যাতায়াতকারীদের জন্য খুবই কষ্টের।স্থানীয় কতৃপক্ষ এই সমস্যায় এগিয়ে আসেনি।
এলাকার চেয়ারম্যান নিজেও একটি ইট ভাঁটার মালিক হওয়ায় তিনি ব্যবসার খাতিরে নিরব এই বিষয়ে।
তাই আজ দুপুরবেলা এলাকাবাসী দীর্ঘক্ষণ রাস্তা ব্লক করে কোন পিকআপ,ট্রাক চলতে দেয়নি।তাদের দাবি এই রাস্তায় ব্যবসা করতে চাইলে দিনে অন্তত দুইবার পানি দিতে হবে।কেননা,তাদের ব্যবসার জন্য হাজার মানুষ তো আর মরতে পারবেনা!!