এম.এ মান্নান,কুতুবদিয়া প্রতিনিধি,
কক্সবাজারের কুতুবদিয়ায় মালবাহি ট্রলি চাপায় মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে।
মঙ্গলবার ৮ মার্চ বিকাল ৪টার দিকে উপজেলা সদর বড়ঘোপ মনোহরখালী এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,মনোহর খালী বদাইয়া পাড়া গ্রামের মো.ইসমাইল‘র পুত্র স্থানীয় পূর্ব মনোহর খালী আদর্শ হাফেজিয়া মাদ্রাসার ছাত্র নাজিম উদ্দিন(১২) মঙ্গলবার বিকালে সাইকেল যোগে বড়ঘোপে আসছিল।
বিপরীত দিক থেকে মালবাহি একটি ট্রলি দ্রুতবেগে সাইকেল আরোহী ছাত্রটির পেটের উপর দিয়ে চলে যায়।
দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ঘটনায় শত শত উৎসুক জনতা হাসপাতালে ভিড় জমায়।