শহিদুল ইসলাম, উখিয়া।
উখিয়ায় প্রতিবন্ধি স্ত্রী ও তার স্বামী নিখোঁজ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বাক প্রতিবন্ধি কিশোরী শাহিনুর আকতারের পিতা সিকান্দর কাজী থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
গত ২ মার্চ উখিয়া স্টেশনে সওদা করতে এসে এ জুটি নিখোঁজ হয় বলে জানা গেছে। প্রতিবন্ধি শাহিনুর আক্তারের পিতা সিকান্দর বলেন, গত কিছুদিন ধরে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তি প্রায় সময় মোবাইল ফোনে আমার কন্যার জামাই মোহাম্মদ নুরুল ইসলামকে হুমকি ধমকি দিতো।
সম্ভাব্য বিভিন্ন স্থানে কন্যা ও জামাতাকে খোঁজাখুজি করে না পেয়ে ৮ মার্চ মঙ্গলবার উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করি।
উখিয়া থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান আমাদের রামুকে জানান, বিষয়টি দেখভাল করছেন।