নিজস্ব প্রতিবেদক, চকরিয়া।
‘অধিকার, মর্যাদায় নারী-পুরুষ সমানে সমান’ ও ‘ক্ষমতায়িত নারী, জাগ্রত বিবেক-দুর্নীতি রুখবেই…’ স্লোগানে ৮ মার্চ কক্সবাজারের চকরিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে।
চকরিয়া উপজেলা প্রশাসন ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহায়তায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, সচেতন নাগরিক কমিটি (সনাক) ও কর্মনীড় মহিলা সংস্থা যৌথভাবে দিবসটি পালন করে।
দিবসটি উপলক্ষে ওই দিন সকাল ১০ টায় চকরিয়া উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তন ‘মোহনা’য় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাহেদুল ইসলামের সভাপতিত্বে ও টিআইবির আঞ্চলিক ব্যবস্থাপক ইকবাল হোসেনের পরিচালনায় আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম, সনাকের সভাপতি ও ডুলাহাজারা কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাম্মৎ হাবিবা জাহান, সনাকের সহ-সভাপতি নাছিমা আকতার, কর্মনীড় মহিলা সমিতির নির্বাহী পরিচালক শাহানা বেগম, সূর্যের হাসি ক্লিনিকের ব্যবস্থাপক হুমায়ুন মোল্লা। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সনাক সদস্য মোহাব্বত চৌধুরী, স্বজন সমন্বয়কারী ইয়াসির আরাফাত চৌধুরী ও নারীনেত্রী আনারকলি জলদাশ।