সোয়েব সাঈদ, রামু
কাল বৃহষ্পতিবার ১০ মার্চ পর্যটন উপজেলা রামু আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংক্ষিপ্ত সফরকালে প্রধানমন্ত্রী রামু উপজেলার রাজারকুল ইউনিয়নে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের অধীনস্থ নবগঠিত সদর দপ্তর ২ পদাতিক বিগ্রেড এর পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
বিগত এক বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এটি দ্বিতীয়বার রামু সফর। এর আগে ২০১৫ সালের ১ মার্চ তিনি রামু সফরে আসেন এবং রামুর রাজারকুল ইউনিয়নে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন উদ্বোধন করেন।
১০ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে ঘিরে বর্ণিল সাজে সজ্জিত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর রামু ১০ পদাতিক ডিভিশন ও আশপাশের এলাকা। নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রধানমন্ত্রীর আগমনে উৎফুল পুরো কক্সবাজার জেলাবাসী।
প্রধানন্ত্রীর সফরসূচি অনুসারে, কাল বৃহষ্পতিবার ১০ মার্চ সকাল ১০ টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী কক্সবাজার বিমানবন্দরে পৌঁছবেন। সেখানে থেকে হেলিকপ্টারযোগে রামু সেনানিবাসের উদ্দেশ্যে যাত্রা করবেন। রামু সেনানিবাসের ভিভিআইপ কমপ্লেক্স ‘অরণ্য নিবাস’ এ উপস্থিত হবেন ১০ টা ৫০ মিনিটে। এরপর প্রধানমন্ত্রী সকাল ১১ টা থেকে ১২ টা ২৫ মিনিট পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের অধীনস্থ নবগঠিত সদর দপ্তর ২ পদাতিক বিগ্রেড এর পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। নামাজ ও মধ্যাহ্ন বিরতি শেষে বেলা ২ টার দিকে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন।
প্রধানমন্ত্রীর প্রটৌকল অফিসার-২ এসএম খুরশিদ-উল-আলম স্বাক্ষরিত এক পত্রে সফরের এসব বিষয় নিশ্চিত করা হয়েছে।