সোয়েব সাঈদ:
প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর বার্ষিক সম্মেলন ২০১৫ কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার ১০ মার্চ সকাল দশটায় কক্সবাজার সায়মন বীচ রিসোর্ট সম্মেলন কক্ষে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি খলিলুর রহমান।
কোম্পানীর মূখ্য নির্বাহী কর্মকর্তা মো. জালালুল আজিমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কে,এম জাহিদ উদ্দিন, উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ ও হিসাব) চন্দ্র শেখর দাস এফসিএ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, আইপিএল পলাশ প্রকল্প প্রধান ফারুক মাহমুদ, সহকারি ব্যবস্থাপনা পরিচালক ও আইপিএল বকুল প্রকল্পের প্রধান জাহাঙ্গীর হোসেন, গ্রুপ ইন্স্যুরেন্স বিভাগের প্রধান রফিকুল আলম ভূইয়া, সহকারি ব্যবস্থাপনা পরিচালক আবদুল অদুদ খান, সহকারি ব্যবস্থাপনা পরিচালক কেএসএম আজম উল্লাহ টিপু, তাকাফুল প্রকল্প প্রধান মুসলেহ উদ্দিন, আইপিএল কৃষ্ণচূড়া প্রকল্প প্রধান কার্তিক পান্ডে, মেট্টো প্রকল্প প্রধান জামাল উদ্দিন আহমদ, আইডিপিএস প্রকল্প প্রধান মো. মোশাহেদ চৌধুরী।
অপারেশন ম্যানেজার এসএম জিয়াউল হকের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, আবদুল্লাহ আল জুবায়ের।
অনুষ্ঠানের পূর্বে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি খলিলুর রহমান ও মূখ্য নির্বাহী কর্মকর্তা মো. জালালুল আজিম বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বার্ষিক সম্মেলন ২০১৫ এর উদ্বোধন করেন।
কোম্পানীর আওতাধীন সারা দেশের উন্নয়ন কর্মকর্তারা এ সম্মেলনে অংশ নেন।
সম্মেলনে ২০১৫ সালের ব্যবসা পর্যালোচনা করা হয় এবং ২০১৬ সালের ব্যবসা বর্ষের নির্ধারিত লক্ষ্য ও তা অর্জনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এতে ব্যবসায় সাফল্য অর্জন ও গ্রাহক সন্তুষ্টির উপর বিশেষ জোর দেয়া হয়।
সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটে।