নিজস্ব প্রতিনিধি, চকরিয়া।
কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের কাটাফাঁড়ি সেতু এলাকায় তিন চাকার নছিমনের চাপায় চার বছরের এক শিশু মারা গেছে।
শিশু আফ্রিয়াতুল জান্নাত হুরী ওই ইউনিয়নের মটকাভাঙা গ্রামের মকছুদুল আলমের মেয়ে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী, নিহতের পরিবার ও পুলিশ জানায়, ভাইরাস রোগে আক্রান্ত শিশু হুরীকে চিকিৎসা করাতে পেকুয়া হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন তার মা খাদিছা বেগম।
কাটাফাঁড়ি সেতু এলাকায় পৌঁছালে মগনামা লঞ্চঘাটগামী একটি নছিমন মা ও মেয়েকে চাপা দেয়। এতে মা বেঁচে গেলেও তাঁর শিশু কন্যা গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুজিবুর রহমান তার মৃত্যু নিশ্চিত করেন।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভুঁইয়া আমাদের রামুকে বলেন, ‘নছিমনটি আটক করা হয়েছে। তবে চালককে ধরা যায়নি।’