হাফিজুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার
আমাদের রামু ডটকম :
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী উন্নয়নের রূপকার বীর বাহাদুর উশৈসিং এমপি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র এমপি একদিনের সরকারি সফরে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে যাবেন আগামীকাল মঙ্গলবার ১৫ মার্চ। সকাল ১১টায় সড়ক পথে দুই প্রতিমন্ত্রী নাইক্ষ্যংছড়ি পৌঁছবেন।
বেলা সাড়ে ১২টায় বিএলআরআই আঞ্চলিক কেন্দ্রে ‘আধুনিক পদ্ধতিতে দেশী ভেড়া পালন প্রশিক্ষণ, খামারীদের মাঝে ভেড়া ছাগল বিতরণসহ মতবিনিময় অনুষ্ঠানে’ যোগ দিবেন তারা।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড.তালুকদার নূরুন্নাহার।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম শাহেদুল ইসলাম আমাদের রামুকে এসবের সত্যতা নিশ্চিত করেছেন।