নিজস্ব প্রতিবেদক, চকরিয়া।
চকরিয়া পৌরসভা নির্বাচনে ধানের শীষের সমর্থনে পথাসভায় অতর্কিত হামলা ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এতে মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র নুরুল ইসলাম হায়দার এবং ও জেলা বিএনপির সহ-সভাপতি এনামুল হক আহত হয়েছেন।
সোমবার সাড়ে ৬ টার দিকে পৌরশহরের গ্রামীন ব্যাংক সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মেয়র নুরুল ইসলাম হায়দারকে প্রথমে চকরিয়া সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন কর্তব্যরত চিকিৎস্যক।
এ ঘটনায় পৌরশহরে উত্তেজনা বিরাজ করছে।
চকরিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম মোবারক আলী ও পৌর বিএনপিরর সাংগঠনিক সম্পাদক মো: গিয়াসউদ্দিন সাংবাদিকদের অভিযোগ করে বলেন, সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে চকরিয়া পৌরশহরের গ্রামীন ব্যাংক সেন্টার এলাকায় ধানের শীষের সমর্থনে পথসভা চলছিল। সভা আরম্ভ হওয়ার পর পৌর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজি বক্তব্য রাখছিলেন।
ওই সময়ে ২০-৩০ টি মোটর সাইকেল নিয়ে এসে জয় বাংলা স্লোগান দিয়ে গুলি ছুঁড়ে।
পরে মেয়র নুরুল ইসলাম হায়দারসহ নেতৃবৃন্দের উপর হামলা করে। হামলায় ধানের শীষের মেয়র প্রার্থী নুরুল ইসলাম হায়দার, জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব এনামূল হক আহত হন।
বিএনপি নেতা মোবারক আলী ও এম গিয়াসউদ্দিন জানান, তারাও হামলার শিকার হয়েছেন। আহত মেয়র প্রার্থী আলহাজ্ব নুরুল ইসলাম হায়দারকে উন্নত চিকিৎাসর জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ওসি জহিরুল ইসলাম খান আমাদের রামুকে জানান, বিএনপি পথসভা শেষ করার পর নৌকা প্রতীকের সমর্থিত লোকজন অন্যদিক থেকে শ্লোগান দিয়ে আসায় উভয়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে হালকা হাতাহাতির ঘটনা ঘটে। কোন গুলাগুলির ঘটনা ঘটেনি বলে দাবি করেন ওসি ।