সোয়েব সাঈদ:
সহকারি পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মো. আবদুল মালেক মিয়া বলেছেন, নারীরা হলো মায়ের জাত। নারীদের বাদ দিয়ে সমাজে কল্যাণকর কাজের আশা করা যায় না। সুশিক্ষিত নারীই দেশকে উন্নয়নের দ্বারপ্রান্তে নিয়ে যাবে।
তাই সন্ত্রাসী, বখাটের কারণে কোন ছাত্রীর শিক্ষাজীবন যেন বিপন্ন না হয়। সে ব্যাপারে পুলিশ সজাগ থাকবে। কেবল পুলিশ নয়, সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা দেয়া সব মানুষের দায়িত্ব।
রবিবার ১৩ মার্চ বেলা ১২ টায় রামু বালিকা উচ্চ বিদ্যালয়ে ইভটিজিং, মাদক, অপহরণ, নারী নির্যাতন সহ অপরাধমূলক কর্মকান্ড বন্ধে আয়োজিত স্কুল ক্যাম্পেইন এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রামু থানার উদ্যোগে এবং জাগো নারী উন্নয়ন সংস্থার সহায়তায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রামু থানার ওসি (তদন্ত) শেখ আশরাফুজ্জামান, রামু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছৈয়দ করিম, জাগো নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শিউলী শর্মা ও খান ফাউন্ডেশনের ফিল্ড পোগ্রাম অফিসার মো. আওলাদ হোসেন সোহেল।
জাগো নারী উন্নয়ন সংস্থার পোগ্রাম অফিসার রবিউল হাসান রবির সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রামু থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর বলেন, ছাত্রীদের যদি উত্যক্ত করে তাহলে পুলিশ তাৎক্ষনিক ব্যবস্থা নেবে। এ জন্য বিদ্যালয়ের ছাত্রীদের পুলিশের ফোন নাম্বার এবং অভিযোগ করার জন্য ফরম দেয়া হবে।
অনুষ্ঠানে বিভিন্ন বেসরকারি সংস্থার কর্মকর্তা, সাংবাদিক, রামু বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান চলাকালে পুলিশ প্রশাসনের সৌজন্যে বিদ্যালয়ের ছাত্রীদের চকলেট বিতরণ করা হয়।