হাফিজুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার
আমাদের রামু ডটকম :
রামু থানার নিয়ন্ত্রণাধীন গর্জনিয়া পুলিশ ফাঁড়ীর বিশেষ অভিযানে দুই বছর পাঁচ মাসের সাজাপ্রাপ্ত আসামি আব্দুর শুক্কুর (৪২) গ্রেপ্তার হয়েছে।
বুধবার ১৬ মার্চ রাত ৯টায় কচ্ছপিয়া ইউনিয়নের তিতারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুর শুক্কুর গর্জনিয়া ইউনিয়নের থোয়াংগেরকাটা গ্রামের মৃত আবদুল মোনাফের ছেলে।
অভিযানে নেতৃত্বদানকারী গর্জনিয়া পুলিশ ফাঁড়ীর সহকারি উপ-পরিদর্শক (এএসআই) পলাশ চন্দ্র সিংহ ঘটনার সত্যতা নিশ্চিত করে আমাদের রামুকে বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ২০০৮ সালে একটি প্রতারণা মামলা দায়ের হয়। ওই মামলায় দুই বছর পাঁচ মাসের সাঁজার রায় হয়েছিল।