শহিদুল ইসলাম, উখিয়া।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য আনন্দ র্যালী, শিশু সমাবেশ, আলোচনা সভা ও কেক কাটা হয়।
১৭ মার্চ বৃহস্পতিবার সকালে উখিয়া উপজেলা পরিষদ থেকে র্যালীটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উখিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
শিশু সমাবেশে বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অতিথিদের নিয়ে কেক কাটেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (উখিয়া সার্কেল) আব্দুল মালেক মিয়া, সহকারী কমিশনার (ভূমি) নুর উদ্দিন মোঃ সীবলী, উখিয়া থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান, উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ফজলুল করিম, নুরুল ইসলাম চৌধুরী, কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিলন বড়ুয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রায়হানুল ইসলাম মিয়া, সমবায় কর্মকর্তা কবির আহমদ, সমাজ সেবা কর্মকর্তা হাফিজ উদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামীম ভূইয়া, উপ-প্রকৌশলী সোহরাব হোসেন, উখিয়া কৃষকলীগের সাবেক সভাপতি কাজী আকতার উদ্দিন টুনু, রাজাপালং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সালাহ উদ্দিন।
অনুষ্ঠান পরিচালনা করেন উখিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেদু বড়ুয়া। উখিয়ার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা আনন্দ র্যালীতে উপস্থিত ছিলেন।