শহিদুল ইসলাম, উখিয়া।
উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর মরহুম আলহাজ্ব শমশের আলম চৌধুরীর মেজবান অনুষ্ঠিত হয়েছে। উক্ত মেজবান অনুষ্ঠানে প্রায় শতাধিক গরু, মহিষ ও ছাগল জবাই করা হয় বলে জানা গেছে।
উখিয়ার অতীত ইতিহাসে এ ধরনের কোন মেজবান ইতিপূর্বে অনুষ্টিত হয়নি। সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত প্রায় ৩০ হাজার লোকজন ভোজন পর্বে অংশ নেয়। গত ৩ দিন ধরে মরহুমের সুযোগ্য উত্তরসূরী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আদিল উদ্দিন চৌধুরীর সার্বিক ব্যবস্থাপনায় যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামীলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবকলীগ ও শ্রমিকলীগের নেতাকর্মীরা মেজবানে আগত অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা নিশ্চিত করেন।
এ ছাড়া কোটবাজার চৌধুরী মার্কেটের সকল ব্যবসায়ী মালিক সমিতির উদ্যোগে প্রায় শতাধিক সেচ্ছাসেবক ও মেজবান পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিলেন। মরহুম চৌধুরীর বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে ছেলে আদিল উদ্দিন চৌধুরী কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এত বিশাল মেজবান ও চেহলাম অনুষ্টানের আয়োজন সুষ্টু ভাবে সম্পন্ন করতে পারায় আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। এছাড়া যারা মেজবান অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা ও স্বেচ্ছাসেবকের দায়িত্বে নিয়োজিত ছিলেন তাদের নিকট চিরঋণী হয়ে থাকবে আমাদের পরিবার।
মরহুম শমশের আলম চৌধুরীর চেহলাম কোটবাজার পালং আদর্শ উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়। রত্নাপালং ইউনিয়নের আওতাধীন ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল গফুর সওদাগর বলেন, আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী ও এলাকার সকল জনসাধারণের সহযোগিতায় এ বিশাল মেজবান ও চেহলাম অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করছি।