রামু প্রতিনিধিঃ
নানা কর্মসূচীর মধ্য দিয়ে রামু কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টায় ছাত্র-ছাত্রীদের নিয়ে র্যালী, সাড়ে ৮টায় উপজেলা পরিষদে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান, ১০টায় কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যাপক নিজামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অলোচক ছিলেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হক।
অধ্যাপক মো.মোবারক হোছাইন এর সঞ্চালনায় বঙ্গবন্ধুর স্মৃতির কথা তোলে ধরে বক্তব্য রাখেন, অধ্যাপক প্রনতি দাশ গুপ্তা, অধ্যাপক মিজানুর রহমান, অধ্যাপক দিবস বৈদ্য, অধ্যাপক নুরুল ইসলাম সবুজ, অধ্যাপক মোহাম্মদ হোছাইন, অধ্যাপক মো.আলমঙ্গীর, ক্রীড়া শিক্ষক জাহাঙ্গীর আলম, মানসী বড়ুয়া, নীতিপূর্ণ বড়ুয়াসহ প্রমূখ।
উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক মো.আবু তাহের, হারুণ-অর রশিদ, মাহমুদুল হাসান তওহীদ, আহিদুল কবির, অ.ম.ম জহির, বেলাল উদ্দিন, ববিতা বড়ুয়া, লাইব্রেরীয়ান ভূবন বড়ুয়া, হিসাব রক্ষক আলা উদ্দিন, কাকন বড়ুয়া, মঈন উদ্দিন কাদেরী, মিজানুল হক, সঞ্জু বড়ুয়া, নুরুল কবির, মোস্তাক আহমদ, আহমদ হোছাইনসহ প্রমুখ।
দোয়া মাহফিলে হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক মনির আহমদ।