সোয়েব সাঈদ, রামু।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৭ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে ইসলামিক ফাউন্ডেশন রামু উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী কর্মসূচী পালিত হয়েছে।
কর্মসূচীর মধ্যে ছিলো সূর্যোদয়ের সাথে রামু আদালত ভবনস্থ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাতটায় খতমে কোরআন, সকাল ৯টায় র্যালী, সকাল ১০ টায় কচিকাঁচা শিক্ষার্থীদের অংশগ্রহনে ক্বেরাত, হামদ-না’ত প্রতিযোগিতা, সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা সভা, পুরস্কার বিতরণ, দোয়া ও মিলাদ মাহফিল।
এতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবার ও স্বাধীনতা সংগ্রামে মহান শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা জামাল উদ্দিন আনছারী।
উপজেলা সদরে আয়োজিত বিশাল র্যালীতে নেতৃত্ব দেন, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম, রামু উপজেলা অফিসার সেলিনা কাজী, উপজেলা সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জসীম উদ্দিন মো. ইউসুফ, ইসলামিক ফাউন্ডেশন রামু উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুদ্দিন খালেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছালামত উল্লাহ প্রমূখ।
দিনব্যাপী অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সকল কেয়ারটেকার, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।