নিজস্ব প্রতিবেদক, চকরিয়া।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট স্টেশন এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ফাহমিদা খানম (৩৪) নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
তিনি ইস্টার্ন ব্যাংকের চট্টগ্রামের জামালখান শাখায় সহযোগি ব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি চট্টগ্রামের দামপাড়া এলাকায়। বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যবসায়ীরা জানিয়েছে, ফাহমিদা খানম তাঁর ব্যক্তিগত কার চালিয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিলেন। ওই সময় তাঁর সঙ্গে গাড়িতে কেউ ছিলেন না। ডুলাহাজারার মালুমঘাট স্টেশন এলাকায় পৌঁছালে তাঁর কারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি সাইনবোর্ড ও গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়।
মাথায় আঘাত পেয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ফাহমিদা খানম ঘটনাস্থলেই মারা যান।
মালুমঘাট হাইওয়ে পুলিশের দায়িত্বরত সার্জেন্ট আনোয়ার হোসেন আমাদের রামুকে বলেন, কারটির গতি খুব দ্রুত ছিল। মালুমঘাট স্টেশনের বিপদজনক মোড় ঘুরতেই গাড়ি নিয়ন্ত্রণ হারায়। এতে কারের চালক ফাহমিদা খানম ঘটনাস্থলে নিহত হন ও কারটি দুমড়ে মুচড়ে যায়।
সার্জেন্ট আনোয়ার হোসেন বলেন, লাশ ও গাড়ি উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। ম্যাজিস্ট্রেট অনুমতি দিলেই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।