সোয়েব সাঈদ, রামু।
রামু বালিকা উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছেন ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ফাতেমাতুজ জোহরা রানী।
সোমবার ২১ মার্চ বেলা ১২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে ১ হাজার ১৩২ জন ছাত্রী ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে নষ্ট ভোট ছিলো ৩৯টি এবং বৈধ ভোট ছিলো ১ হাজার ৮৩টি।
এরমধ্যে ফাতেমাতুজ জোহরা রানী’র প্রাপ্ত ভোট ছিলো ৮৭৯টি। যা বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক ও পুরো বিদ্যালয়ের শিক্ষার্থীদেরও হতবাক করেছে।
নির্বাচনে ৮টি পদে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করে। এরমধ্যে বিজয়ী হলেন, ৬ষ্ঠ শ্রেণির ফাতেমাতুজ জোহরা রানী ৮৭৯ ভোট, ৭ম শ্রেণির তাজনোভা হক জেরিন ৪১৫ ভোট ও ঐশী বড়ুয়া ৩৯০ ভোট, ৮ম শ্রেণির অভিস্পা বড়ুয়া মেঘলা ৫৯৩ ভোট, নবম শ্রেণির তাসনিম সুরাইয়া ৫০৬ ভোট ও মেহজাবীন রুবাইয়াত ঈশিকা ২৫৪ ভোট, দশম শ্রেণির অর্পিতা শর্মা ৭৩৮ ভোট ও ভোকেশনাল শাখার আয়েশা ছিদ্দিকা ৪৮২ ভোট।
প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, বিদ্যালয়ের ছাত্রী শারমিন আহমেদ পিংকি।
সন্ধ্যায় ভোট গননা শেষে ফলাফল ঘোষনা করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছৈয়দ করিম। এসময় তিনি বিজয়ীদের অভিনন্দন জানান।
উল্লেখ্য, নির্বাচনে সর্বোচ্চ ভোটে বিজয়ী ফাতেমাতুজ জোহরা রানী রামুর বিশিষ্ট ব্যবসায়ি চৌমুহনীস্থ হাজ্বী জাহেদ শপিং কমপ্লেক্স এর স্বত্ত্বাধিকারি হাজ্বী জাহেদ হোসেন চৌধুরীর নাতনী এবং রামু উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা পরিষদের দাতা সদস্য ইউনুচ রানা চৌধুরী ও গৃহিনী মোর্শিদা ইউনুচ রুনার বড় মেয়ে।