নঈম আল ইস্পাহান:
জন্মলগ্ন তোমার পাপীদের সাথে,
লক্ষ্য তোমার পথভ্রষ্ট
গাঙচিলের হাহাকার
দিনশেষে হতাশ এক কাকতাড়ুয়া তুমি
মৌমাছিদের মতন পাখনা নেই তোমার,
ওহে পথভ্রষ্ট,
মানুষের আছে রকেটের মতো
উড়ার স্বপ্ন, অসীম ভাবনা
দুর্লভকে ভালোবাসার রাক্ষসী ছায়া পেরিয়ে
সমুদ্রজলের অশিক্ষিত সাঁতারু হলেও
মানুষ জয় করে আশা
অভাগা,
তুমি একজন পাপী
তোমার জন্মে আলো ছিটায়নি কেউ
ব্যর্থ বধে লিপ্ত তুমি
শুধরে যাও
এখনো সময় আছে
মরণ আসেনি দিব্যি!