রামু প্রতিনিধি:
ঐক্যবদ্ধ হলে সবে, যক্ষ্মা মুক্ত দেশ হবে এ প্রতিপাদ্যে রামুতে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে। বৃহষ্পতিবার ২৪ মার্চ রামু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ ও ব্র্যাকের উদ্যোগে পোষ্টার, ফেষ্টুন ও বাদ্য-বাজনা নিয়ে এক বর্ণাঢ্য র্যালী রামু ব্র্যাক অফিস থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়।
এতে অংশগ্রহন করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ চিন্ময় বড়ুয়া, এম ও ডি সি ডা. পুলক ধর, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জসীম উদ্দিন মোহাম্মদ ইউসুফ, ব্র্যাক স্বাস্থ্য,পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচীর উপজেলা ব্যবস্থাপক শংকর কুমার মন্ডল, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর ব্যবস্থাপক মোঃ রাফুল আমিন, প্রোগ্রাম অর্গানাইজার মোঃ জাহাঙ্গীর আলম, ফার্মাসিষ্ট সমর শর্মা প্রমূখ।
বক্তারা বলেন, ব্রাক মাঠ পর্যায়ে সরকারের সহযোগিতায় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচী বাস্তবায়নে সহায়তা করছে। যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রম তখনই সফলতা লাভ করবে, যখন সবার ঘরে ঘরে সচেতনতা সৃষ্টি হবে।
র্যালীতে মেডিকেল অফিসার, সিএইচসিপি, স্বাস্থ্যকর্মীসহ ব্র্যাক কর্মীরা অংশগ্রহণ করেন।
এদিকে রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডা. আবদুল মান্নান বৃহষ্পতিবার রামু স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেছেন। কর্মচারীদের পক্ষ থেকে তাঁকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন স্বাস্থ্য পরিদর্শক বিপ্লব বড়ুয়া।
এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়ের ডি আই এম ও ডা. অংচাপ্ররু চৌধুরী, জাইকা প্রতিনিধি আলাউদ্দিন, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সিরাজুল ইসলাম সবুজ, পি এইচডির কমৃকর্তা নুরুল কবির, সাংবাদিক দর্পণ বড়ুয়া প্রমুখ।
এসময় রামু হাসপাতাল ও ফিল্ড সার্ভিস ইউনিটের সকল স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্যকর্মী, সিএইচসিপিগন উপস্থিত ছিলেন।