মহেশখালী প্রতিনিধি:
মহেশখালী উপজেলার কালারমারছড়া সড়কে সিএনজি-পিকআপ মুখোমুখি সংঘর্ষে সড়ক দূর্ঘটনায় ২ জন সিএনজি আরোহী নিহত হয়েছেন। এতে চকরিয়া চৌয়ার ফাঁড়ি গ্রামের লিজা বেগম, মহেশখালী মাতারবাড়ীর সর্দার পাড়ার মো: কায়েস ও সিএনজি চালক মহেশখালীর গোরকঘাটার ফজল করিমসহ তিনজন গুরুত্বর আহত হয়েছেন।
স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তারা তিনজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চকরিয়া হাসপাতালে ভর্তি করেন। অবস্থা আশংকাজনক হওয়ায় লিজা বেগমকে সন্ধ্যা ৭ টার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।
শুক্রবার দুপুর ৩ টার সময় কালারমারছড়া বড়ুয়া পাড়া বাজারে এ নির্মম সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মহেশখালীর কালারমারছড়া আধাঁর ঘোনা গ্রামের মোঃ আলীর ছেলে নুরুল আলম,হোয়ানক ছনখোলা পাড়া গ্রামের মোঃ ইসমাইলের ছেলে মুহাম্মদ।
অপরদিকে লাশ ২ টি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়।
মহেশখালী থানার ওসি (তদন্ত) দিদারুল ফেরদৌস সিএনজি ও পিকআপের সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হওয়ার ঘটনার সত্যতা আমাদের রামু কে নিশ্চিত করেন।
মহেশখালী থানার ওসি বাবুল চন্দ্র বণিকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনিেআমাদের রামু কে জানান, ঘটনাস্থল থেকে পুলিশ ঘাতক পিকআপ ও চালককে আটক করে থানায় নিয়ে এসেছেন।