রামু প্রতিনিধি:
রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। ২৫ মার্চ রাত ৮টায় রামু চৌমুহনীস্থ সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সভাপতি ছিদ্দিক আহমদ। যুগ্ম-সম্পাদক খালেদ শহীদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক পলক বড়ুয়া আপ্পু।
সভায় রামু উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুবীর বড়ুয়া বুলু, কক্সবাজার ডিএফএ’র সাধারণ সম্পাদক জ্যোতিঃর্ম্ময় বড়ুয়া মঙ্গল, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সহ-সভাপতি কিশোর বড়ুয়া, মো. নবু আলম, সাংগঠনিক সম্পাদক দুলাল বড়ুয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. রুহুল আমিন রকি, দপ্তর ও প্রচার সম্পাদক ওমর ফারুক মাসুম, নির্বাহী সদস্য সজল বড়ুয়া, রিটু বড়ুয়া, প্রকাশ সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
২৬ মার্চ স্বাধীনতা দিবসের প্রথম পহরে উপজেলার প্রাক্তন ফুটবলাররা রামু উপজেলা পরিষদস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পার্ঘ্য অর্পন করেন।