শহিদুল ইসলাম, উখিয়া।
উখিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও যুব মহিলা লীগের সভাপতি ছেনুয়ারা বেগম বলেন, বর্তমান সরকারের চলমান উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রয়েছে। এসব উন্নয়ন কর্মকান্ডে নারীদেরকে এগিয়ে আসতে হবে। সরকার গ্রামীন অবকাঠামোতে অভূতপূর্ব উন্নয়ন সাধিত করছে।
গত ২৬ মার্চ শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে রাজাপালং ইউনিয়ন যুব মহিলা লীগের সম্মেলন ও মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
উখিয়াস্থ নুর হোটেলের ২য় তলায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা যুব মহিলা লীগের সদস্য খুরশিদা বেগম। বক্তব্য রাখেন, রাজাপালং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা রাসেল উদ্দিন সুজন, উখিয়া উপজেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি ও ইউপি সদস্য জাহেদা বেগম, রাজাপালং ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নুর মোহাম্মদ শেখর, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জয়, ইউপি সদস্য সেলিনা আক্তার।
পরে সবার সম্মতিক্রমে খুরশিদা বেগমকে সভাপতি ও সাবেকুন নাহারকে সাধারণ সম্পাদক করে রাজাপালং ইউনিয়ন যুব মহিলা লীগের কমিটি ঘোষনা করা হয়।