হাফিজুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার
আমাদের রামু ডটকম :
নাইক্ষ্যংছড়ির বাইশারী ও দোছড়ি ইউনিয়নে মনোনয়নপত্র জমার শেষ দিনে রোববার ২৭ মার্চ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ছয়জন চেয়ারম্যান, ১৭জন সংরক্ষিত মহিলা সদস্য ও ৫৭জন সাধারণ সদস্য স্ব স্ব রিটার্নিং কর্মকর্তাকে মনোনয়নপত্র জমা দেন।
চেয়ারম্যান পদে বাইশারী ইউনিয়নে আওয়ামীলীগের মোহাম্মদ আলম, বিএনপির মনিরুল হক, স্বতন্ত্র থেকে জাহাঙ্গীর আলম বাহাদুর ও সাবেক চেয়ারম্যান নুরুল হাকিম মনোনয়ন ফরম জমা দেন।
অন্যদিকে দোছড়ি ইউনিয়নে আওয়ামীলীগের মোহাম্মদ হাবিব উল্লাহ ও বিএনপির আবদুর রশিদ মনোনয়ন ফরম জমা দেন।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা উদয় নারায়ন ত্রিপুরা এসবের সত্যতা নিশ্চিতিআমাদের রামু কে করে বলেন, রোববার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত উৎসব মূখর পরিবেশে মনোনয়নপত্র গ্রহণ করা হয়। এক্ষেত্রে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ সার্বিক সহযোগিতা করেছে।
উল্লেখ্য, নাইক্ষ্যংছড়ির বাইশারী ও দোছড়ি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৩ এপ্রিল। জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২৯ ও ৩০ মার্চ। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ৬ এপ্রিল। প্রার্থীরা প্রতীক বরাদ্দ পাবেন ৭ এপ্রিল।