হাফিজুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার
আমাদের রামু ডটকম :
রামুর গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রামের গহীন অরণ্যে বিশেষ অভিযান চালিয়ে দশ বছরের সাঁজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে গর্জনিয়া পুলিশ ফাঁড়ীর সদস্যরা।
ওই আসামির নাম মোহাম্মদ ইকবাল (৪০)। আর তার বাবা হলেন একই গ্রামের মৃত আবুল হোছেন মাষ্টার।
অভিযানে নেতৃত্বদানকারী গর্জনিয়া পুলিশ ফাঁড়ীর সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পলাশ চন্দ্র সিংহ বলেন, ১৯৯৭ সালে অস্ত্র আইনে দায়েরকৃত একটি মামলায় ইকবালের বিরুদ্ধে দশ বছরের সাঁজা হয়েছে। গত শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়।