সোয়েব সাঈদ, রামু।
রামুর সদর ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হক চৌধুরীকে একক প্রার্থী ঘোষনা করা হয়েছে। ফতেখাঁরকুল ইউনিয়ন আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা ইউনিয়নের তৃণমুল নেতৃবৃন্দ তাকে প্রার্থী হিসেবে সমর্থন ব্যক্ত করেন।
শনিবার ২৬ মার্চ সন্ধ্যা সাড়ে ছয়টায় রামু উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে ফতেখাঁরকুল ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ তৃণমূল কর্তৃক প্রার্থী বাছাইয়ে এ বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রামু উপজেলা আওয়ামীলীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল। তিনি বক্তব্যে বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের প্রত্যক্ষ ভোটে আগামী ইউনিয়ন নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করা হবে। কারো পেশিশক্তি বা ইঙ্গিতে নেতা নির্বাচন করা হবে না। বাংলাদেশ আওয়ামীলীগ দলীয় শৃঙ্খলা মেনে চলে। যারা দলে কাজ করবে তারাই হবে দলের কান্ডারী। জননেত্রী শেখ হাসিনার আদর্শের রাজনীতি যারা কলুষিত করে দলে ভাবমূর্তি বিনষ্ট করবে, তাদের চিহ্নিত করে আগামী দিনের সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ফতেখাঁরকুল ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক নুরুল হক চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম মন্ডল, সহ-সভাপতি তপন বড়ুয়া, নুর হোসেন, নুরুল ইসলাম বকুল, যুগ্ম সম্পাদক মৃনাল বড়ুয়া, সুজন শর্মা, অর্থ সম্পাদক নুরুল ইসলাম সেলিম, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউনুচ রানা চৌধুরী, ফিরোজ মিয়া প্রমূখ।
আওয়ামীলীগ নেতা আবদুর রহিমের সঞ্চালনায় সভায় বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন, ছৈয়দুল আমিন, এনামুল হক, সুখেন্দু বিকাশ বড়ুয়া, জাফর আলম, গিয়াস উদ্দিন, আবছার কামাল, আজিজুল হক আজু, মোহাম্মদ হোছাইন, বিমল বড়ুয়া, আমান উল আমান, মো. আবুল কাসেম, সুলক বড়ুয়া, সুমথ বড়ুয়া, মো. আবু তাহের, আহমদ হোছাইন, আবদুল খালেক, উদয়ন বড়ুয়া প্রমূখ।
সভায় আওয়ামীলীগ নেতা নুরুল হক চৌধুরী ও সাংবাদিক নুরুল ইসলাম সেলিম আওয়ামীলীগের প্রার্থী হিসেবে তৃণমূল নেতাদের সমর্থন চান। তবে উপস্থিত সকলের সম্মতি ও আলোচনার পর নুরুল ইসলাম সেলিম নুরুল হক চৌধুরীকে সমর্থন ব্যক্ত করেন। অন্য কোন প্রার্থী না থাকায় সভায় সকলের সম্মৃতিক্রমে নুরুল হক চৌধুরী কে আসন্ন ফতেখাঁরকুল ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্ধন্ধিতা করবেন বলে সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় প্রধান অতিথি আরো বলেন, ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃত্বে সু-শৃঙ্খল ও বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতির মাধ্যমে এদেশের দুঃখী মানুষের ভাগ্য নির্ধারণ করার জন্য প্রধানমন্ত্রী যে উন্নয়ন করে যাচ্ছেন তা প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এরই লক্ষ্যে আসন্ন ইউপি নির্বাচনে প্রতিটি ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে দলের প্রতিটি নেতাকর্মীকে ভূমিকা রাখতে হবে।